প্রফেশনাল জীবনে ফান করা জায়েজ না:

আমি যখনই কোন ভিন্ন ধরনের কোন কাজ করার উদ্যোগ নেই তখন শুরুর দিকে বেশি রেসপন্স থাকে। অনেকেই লাইক ও কমেন্ট করে আগ্রহ দেখান। এরপর সবাইকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করি এবং সবার সাথে আলোচনা করে প্লান শেয়ার করি। গ্রুপে যারাই অংশগ্রহণ করে তাদেরই সাথে আলোচনা করি এবং বিজনেসের আইডিয়া শেয়ার করি। এই পর্যায়ে সবাই যখন আগ্রহ শো করে তখন ব্যবসার একটা পরিপুর্ন রুপ হিসেবে বিজনেস প্রেজেন্টেশন বানানো হয় যা মাধ্যমে ব্যবসার মার্কেট ইনফরমেশনসহ অন্য সকল ইনফরমেশন যেমন কম্পিটিটর এনালাইসিস, বাজেট,অপারেশনস, প্রফিট, লস, অফিস, ইমপ্লোয়ি, বেনেফিট ইত্যাদির কাজ করা হয় এবং সবাইকেই তা দেখানো হয়। এই স্টেপে কিছু ফলোয়ার আগ্রহী হয় না এবং তারা বাদ যায়। বাকী যারা আগ্রহী হয় তাদের নিয়ে বিজনেস আইডিয়ার কাজ ইম্প্রুভ করি।শেষ পর্যন্ত যারা বিজনেস প্লান বুঝতে পারে শুধুমাত্র তারাই এখানে সুযোগ পায়। এখানে একটা বিষয়ে লক্ষ্য করলাম তা হল যে, অনেকেই আইডিয়া নেওয়া এবং জাস্ট ফর ফান হিসেবে যোগ দেই।যারা আইডিয়া নিতে আসে তারা আইডিয়া বোঝা হলেই যে কোন একটা বাহানার কথা বলে গ্রুপ থেকে লিভ করে অথবা চুপচাপ বসে থাকে। আর যারা জাস্ট ফান করার জন্য আসে তারাও গ্রুপ থেকে বের হয়ে যায়।যদিও এরা সবাই একটা এমাউন্ট পে করে কিন্তু এইটা তাদের কোন মাথাব্যথা থাকে না। আমি সবাইকেই আগে বলে দেই যে,এডভান্স হিসেবে যারাই পে করবে তাদের টাকা পরে এডজাস্ট করা হবে যদি সে ফাইনালী এই বিজনেসে থাকে আর না থাকলে রিফান্ড হবে না। এরপরেও অনেকেই আসে ফান করার জন্য আর পরে তারা থাকে না। তবে যারা শেষ পর্যন্ত থাকে তাদেরকে সাথে রাখা হয়। ব্যবসায় লাভের যেমন কথা থাকে তেমনই লস।যারাই এইটা মানবে এবং বিশ্বাস করবে আমি তাদেরকে সাথে রাখি। আমার রিসেন্ট প্রজেক্ট পান্ডাফগ ডট কমে একই কাজ করছি। উপরে যা যা বলেছি তা এখানেও হয়েছে। অনেকেই আইডিয়া নিয়ে চলে গিয়েছে। আবার অনেকেই ফান করার জন্য গ্রুপে থেকেছে। আবার অনেকে এইটা নষ্ট করার জন্য কাজ করেছে। তবে যে যেই উদ্দেশ্য নিয়ে আসুক না কেনো, পরবর্তীতে তা ধরা পরে এবং তাদেরকে বাদ দিয়ে দেই যা আমি বরাবরই করে থাকি। যা হোক, প্রফেশনাল জীবনে একটা বিষয়ে খুব ভালোভাবে গুরুত্ব দিবেন আর তা হলো যে, যখন কেউ একজন কোন গুরুত্বপূর্ণ বা সিরিয়াস কিছু করার জন্য কাজ শুরু করে তখন তার সাথে ফান বা বাধা দেওয়া থেকে বিরত থাকবেন। আপনার জন্য তার কাজে কোন ক্ষতি হবে না তবে একটু ধীর গতিতে হলেও সম্পন্ন হবেই হবে।মাঝে থাকে যারাই সমস্যা তৈরি করবে তারা সারাজীবনে জন্য তার কাছে খারাপ হয়ে থাকবে। এইটা কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য অনেক খারাপ হতে পারে। বলা তো যায় না যে, আপনি যে ফান আজকে করলেন তার জন্য পরে এক সময় তার কাছে সাহায্যের জন্য যেতে হতে পারে। তখন কি বলবেন? পান্ডাফগ নামে ডোমেইন আফটার মার্কেটে যা শুরু করতে যাচ্ছি তা অলরেডি ইনভেস্ট প্লান এবং অন্যান্য সকল বিষয়ে আলোচনা শেষ হয়েছে। যারা ফান, ফাজলামো করার জন্য এসেছিল তাদের সবাইকে বাদ দেওয়া হয়েছে এবং এখন যারা ইনভেস্টর হিসেবে আছেন তারা রিয়েল। আমরা ইনভেস্টর হিসেবে আমাদের আরও কিছু ফলোয়ার লাগবে। যারা চাকরি অথবা ব্যবসার পাশাপাশি সাইড ইনকামের জন্য ইনভেস্টর হতে চান তারা কমেন্টে জানাতে পারেন। আমরা আপনার সাথে যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করবো এবং যদি আপনি আগ্রহী হন তাহলে ইনভেস্টর হতে পারবেন।